জমি নিয়ে দুই পক্ষের বিবাদের জেরে আক্রান্ত এক ব্যক্তি।
পুখুরিয়া, 23 আগস্ট: জমি নিয়ে দুই পক্ষের বিবাদের জেরে আক্রান্ত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পুখুরিয়া থানার চাঁনপাড়া এলাকায়। আক্রান্ত ওই ব্যক্তির নাম শেখ সেরামুল। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় জমি নিয়ে বিবাদের জেরে এদিন সকালে শেখ সাবুল আচমকা শেখ সেরামুলের উপর হামলা করে। ঘটনায় আহত হন তিনি। স্থানীয় সূত্রে জানা যায় এলাকারই একটি জমি নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। ঠিক সেই সময় আচমকা শেখ সাবুল শেখ সেরামুলের উপর হামলা করে বলে অভিযোগ।
Comments
Post a Comment