যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা গাড়ি চাকলদের মধ্যে। ঘটনা হবিবপুর থানার অন্তর্গত আইহো বাসস্ট্যান্ডে।

হবিবপুর, 22 আগস্ট: যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা গাড়ি চাকলদের মধ্যে। ঘটনা হবিবপুর থানার অন্তর্গত আইহো বাসস্ট্যান্ডে। টোটো ও গাড়ি চালকদের সাথে যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা গাড়ি চাকলদের। গাড়ি চালকদের অভিযোগ আইহো সিঙ্গাবাদ রুটে টোটোতে যাত্রী নিয়ে যাওয়া নিয়ম রয়েছে বাহাগোলা, কালিতলা পর্যন্ত কিন্তু নিয়ম না মেনে টোটো নিয়ে তারা কালিতলা পার করে বিভিন্ন জায়গায় যাচ্ছে বলে অভিযোগ। সিঙ্গাবাদ রুটের গাড়ি চালকেরা টোটো আটকে দেওয়ায় বচসার সৃষ্টি হয়। অন্য দিকে টোটো চালকদের অভিযোগ তারা নিয়ম মেনে যাত্রী তুলে যাছিলেন তাদের টোটোতে রিজার্ভ নিয়ে যাওয়া নিয়ে কারো কোন নিয়ম বাধা নেই। তার মাঝে গাড়ি চালকেরা জোর করে টোটোতে যাত্রী নিয়ে যেতে বাধা দেয়। তার জেরে বচসার শুরু হয় গাড়ি চালক ও টোটো চালকদের মধ্যে। আইহো সিঙ্গাবাদ রুটে রাস্তার উপরে গাড়ি চালকেরা অটো রেখে প্রায় এক ঘন্টা পথ অবোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ অবশেষে সমাধানের আশ্বাস দেওয়া হলে পথ অবোধ তুলে নেওয়া হয় গাড়ি চাকদের তরফে।

Comments

More News from News4Bengal

মালদার বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায় ৬ জন কে গ্রেফতার করলো মালদা থানার পুলিশ।।

মালদার কালিয়াচকে বিভিন্ন স্তরের শ্রমিকদের নিয়ে সাংগঠনিক সভা INTTUC'র।

ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান এবং পুনর্বাসনের দাবিতে ডেপুটেশন।

মালদায় তৃণমুলের জেলা সভাপতির জন্মদিনে শুভেচ্ছার ঝড় জেলা জুড়ে।

মালদায় শতাধিক শ্রমিকের CITU ছেড়ে যোগদান INTTUC তে।