পুরনো শত্রুতার জেরে বন্ধুর হাতে গুলিবিদ্ধ হলেন আরেক বন্ধু ঘটনা ইংরেজ বাজারের নঘরিয়া এলাকায়।
মালদা, 20 আগস্ট: পুরনো শত্রুতার জেরে বন্ধুর হাতে গুলিবিদ্ধ হলেন আরেক বন্ধু ঘটনা ইংরেজ বাজারের নঘরিয়া এলাকায়। গুলিবিদ্ধ ওই বন্ধু এই মুহূর্তে মালদার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন তবে তার শারীরিক পরিস্থিতি তেমন উন্নতি হয়নি গুলি তার এখনো বের হয়নি আহত গুলিবিদ্ধ বন্ধুর নাম মনিরুল খান বয়স ২৭ বছর অভিযুক্ত বন্ধুর নাম রকি সেখ ঘটনা পর থেকে এলাকা ছেড়ে পলাতক অভিযুক্ত। পরিবার সূত্রে জানা যায় শুক্রবার রাতে বাড়িতে আসে রকি শেখ তারপরেই দুই বন্ধু গল্প শুরু করে এবং তারপর হঠাৎই গুলির আওয়াজ পাওয়া যায় বাইরে বেরিয়ে এসে দেখে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছে মনিরুল এবং তার বন্ধু রকি শেখ এলাকা ছেড়ে পালিয়েছে। পরিবারের লোকেরা তাকে রাতেই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন এদিকে নার্সিংহোমের চিকিৎসক তথা মালিক এ হোক জানান তার নাকের গুলি লেগেছে এখনো পর্যন্ত নাক থেকে গুলি বার করা যায়নি। তবে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা চলছে আজ সকালেই তার অস্ত্র প্রচার করে গুলিটিকে বার করার চেষ্টা করা হবে বলে জানান চিকিৎসক।
Comments
Post a Comment