স্বাধীনতা দিবস উপলক্ষে চটুল নাচের আসর ইংলিশ বাজারের শোভানগরে।

ইংরেজ বাজার, 22 আগস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে চটুল নাচের আসর ইংলিশ বাজারের শোভানগরে। আর এই চটুল নাচের আসরে উড়লো দেদার টাকা। তৃণমূলের পঞ্চায়েত সভাপতির নেতৃত্বে এই অশ্লীল নাচের আসরে মঞ্চে ছিলেন খোদ তৃণমুলের অঞ্চল সভাপতিও। মালদার শোভানগরের এই ঘটনার ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক, উঠছে নিন্দার ঝড়। রাজ্যে আর্থিক দুর্নীতির দায়ে একের পর এক তৃণমূলের হেভি ওয়েট নেতা যখন জেল হেফাজতে। ঠিক তখনই মালদায় অশ্লীল নাচের আসর বসিয়ে ওড়ানো হলো দেদার টাকা। দেশ স্বাধীন উপলক্ষে এই অশ্লীল নাচের আসর বসান শাসকদলের শোভানগর গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের অঞ্চল সভাপতি আনোয়ারুল হক বলে অভিযোগ। মঞ্চে যখন নর্তকীরা নেচে চলেছেন অশ্লীল গানের তালে ঠিক তখনই মঞ্চে কোমর দোলাচ্ছেন তৃণমুলের অঞ্চল সভাপতি আনোয়ারুল হক। শুধু কোমর দুলানোই নয় তৃণমূল কর্মী সমর্থকরা নর্তকীর ওপর লুটিয়ে দিচ্ছেন হাজার হাজার টাকা ।

Comments

More News from News4Bengal

মালদার বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায় ৬ জন কে গ্রেফতার করলো মালদা থানার পুলিশ।।

মালদার কালিয়াচকে বিভিন্ন স্তরের শ্রমিকদের নিয়ে সাংগঠনিক সভা INTTUC'র।

ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান এবং পুনর্বাসনের দাবিতে ডেপুটেশন।

মালদায় তৃণমুলের জেলা সভাপতির জন্মদিনে শুভেচ্ছার ঝড় জেলা জুড়ে।

মালদায় শতাধিক শ্রমিকের CITU ছেড়ে যোগদান INTTUC তে।